ঐতিহ্যবাহী প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর সরকারি ঘোষণায় জাতীয় মানবাধিকার সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন
খালিশপুরের গর্ব, ঐতিহ্যবাহী প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা আসায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা ১৯ মে, রবিবার এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস এর দূরদৃষ্টি ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের ফলে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি মর্যাদা পেয়েছে।
প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় ৬০ বছর ধরে বটবৃক্ষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বহু বছর ধরে খুলনা শহরের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এই স্কুলের সরকারি স্বীকৃতি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এ সময় জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে সম্মানিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদ্যালয় সরকারীকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি ঘোষণা করা স্কুল তিনিটি হলো খুলনা জেলার খালিশপুর থানাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়। সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘প্রচলিত বিধি-বিধানের আলোকে প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।