কবি নজরুল পুরস্কার ঘোষণা

জাতীয়

by protibimbo
০ মন্তব্য ১২২ বার পড়া হয়েছে

নজরুলসংগীত, সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের চার ব্যক্তি পাচ্ছেন ‘নজরুল পুরস্কার’।

এই পুরস্কার দিয়ে থাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এর নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এবার দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হচ্ছে।

পুরস্কার পাচ্ছেন- ইরশাদ আহমেদ শাহীন, রুমী আজনবী, আবদুল হাই শিকদার ও নাসিম আহমেদ।

ইনস্টিটিউট নির্বাহী পরিচালক শিবলী জানিয়েছেন, আগামী ২৫মে জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

banner

তিনি বলেন, “এবার জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হবে কুমিল্লার দৌলতপুরে। সেখানেই এ পুরস্কার দেওয়া হবে।“

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নজরুল পুরস্কার ‘ভীষণ তাৎপর্যপূর্ণ’ বর্ণনা করে শিবলী বলেন, “যারা পুরস্কৃত হচ্ছেন তারা সবাই সারা জীবনব্যাপি নজরুল চর্চায় অনন্যসাধারণ কৃতিত্বের সাক্ষর রেখেছেন। নজরুল ইনস্টিটিউট তাদের কর্মের মূল্যায়ন করে আগামী প্রজন্মের জন্য নজরুল চেতনার দ্বারকে আরও প্রসারিত করল।”

২০২৩ সালের জন্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ইরশাদ আহমেদ শাহীন ও রুমী আজনবী; ২০২৪ সালের জন্য পুরস্কার পাচ্ছেন আবদুল হাই শিকদার ও নাসিম আহমেদ।

ইরশাদ আহমেদ শাহীন এবং আবদুল হাই শিকদারকে নজরুল গবেষণায় অবদানের জন্য এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

শাহীন নজরুল গবেষক ও ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক। তিনি ইউনির্ভাসিটি অব সাউথ এশিয়ায় শিক্ষকতা করেন; দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারও একজন নজরুল গবেষক।

অন্যদিকে রুমী আজনবীকে এই পুরস্কার দেওয়া হচ্ছে নজরুলসংগীতে অবদানের জন্য। তিনি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত প্রশিক্ষক। নাসিম আহমেদ পুরস্কার পাচ্ছেন নজরুলের কবিতা আবৃত্তিতে অবদানের জন্য। তিনি আবৃত্তিকার এবং আবৃত্তি প্রশিক্ষক হিসেবে পরিচিত। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীও।

পুরস্কারপ্রাপ্তরা রৌপ্য পদক, দুই লাখ টাকা ও সম্মাননা স্মারক পাবেন।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs