দিনলিপি।
রেবা আমিনা বেগম
আমিনা বেগম রেবা।
একটি একটি করে,
দিনগুলো চলে যায়।
হায়,
শোবার ঘরের মেঝে,
শীতল পাটির মতো বিছানো,
পড়ে আছে, এমাথা ওমাথা।
নানান কারুকার্যের শীতল পাটি,
অসীম আরাম ও নৈপুণ্যের,
পুরাতন সময়ের,
কতো না ভালোবাসা, মন্দবাসার
গল্পে গল্পে তূনে যাওয়া,
বুনে যাওয়া শীতল পাটি।
একটি একটি রাত্রি দিনের,
মহাকাব্যিক আলাপন।
দিনগুলো, তবু চলে যায়,
গল্পরা, হাসিরা, ভালোবাসাবাসিরা,
দীর্ঘশ্বাসেরা ও আজ!
বড়ো শীতল, বড়ো শীতল!
আহা! সময়!
সময় থেমে যাও, একটু দাঁড়াও।
অনেক অনেক কথা বলার ছিলো যে!