নষ্ট সমাজের অশ্রু
সাজু আহমেদ
নষ্ট সমাজের অশ্রু
সাজু আহমেদ
নীল অন্ধকারে সমাজ আজ
নষ্টতারই গান,
বিপথগামী যুবক হলো
শয়তানেরই প্রাণ।
হাতের মাঝে রক্ত লেগে,
ধরছে খুনের ছাপ,
শহরজুড়ে ডাকাতি আর
ভয়াল মৃত্যুর চাপ।
বিধি আছে, আইন আছে,
বিচার নেই তবু,
অন্যায়েরই পালকি চড়ে
বিচার সভার প্রভু।
রাজনীতির কুটিল জালে
দোষী ফিরে আসে,
নতুন ছলে, পুরনো পথে
অন্ধকারের ফাঁসে।
কোথায় যাবে মানুষ তবে,
কোথায় সে নিরাপদ?
নষ্ট সভ্যে পুড়ে ছাই
আশার শেষের প্রদ।
তাই তো বলি, জাগো আজি,
ভাঙো নষ্ট প্রাচীর,
ন্যায়-নীতি ফেরাও দেশে,
আলো মুখ চাষির।
সত্য যদি জাগে প্রাণে,
দূরে হয়ে যায় ভয়-
দুর্নীতিহীন সমাজ গড়তে
সবাই ঐক্যবদ্ধ হয়!