আগামী বৈশাখে।
রেজাউদ্দিন স্টালিন
এখনো বৈশাখে,
বাতাস এসে বিক্রি করে বাঁশি
ভর দুপুরে ডাকাত রোদের ঠাঠা অট্টহাসি।
এখনো কেউ নতুন শাড়ির গন্ধে আকুলপারা,
ঠোঁট রাঙানো পানের পিকে দারুণ আত্মহারা।
এখনো বৈশাখে,
পাওনাদারের হাঁকে
হালখাতা হাল ছিন্নভিন্ন
পান্তাভাতের সরা;
শস্যদাতা কৃষককেও মাফ করেনি জরা।
অকাল বৈশাখে,
বেকার যুবক বাঁচার কথা আঁকে।
নববর্ষ যতই নতুন হোক,
বিশ্বজুড়ে হত্যা মাতম শোক।
শক্তিধরের ক্রোধের মাত্রা কত
মাপতে গিয়ে থার্মোমিটার ভাঙছে শতশত।
মানুষ থাকে আশানদীর বাঁকে,
হয়তো পাবে নতুন জীবন আগামী বৈশাখে।