আধুনিক বউ
হাসনাইন রাব্বী
স্বামী আজ হয়ে গেছে
সাথে থাকা লোক
সব যেন চুক্তি
আর কিছু ভোগ
সব কাজে ভাগ কষা
ছাড় দেয়া কম
বেশি কিছু চাইলে যেন
আটকে যায় দম
খাবার পাতে তুলে দেননা
আজ স্ত্রী আর
কিছু কথা বলতে গেলে
মুখ করেন ভার
সোহাগ আদর এসব যেন
আজ পুরোনো রীতি
লেনদেনেই বাড়ায় সবি
বাড়ায় যত প্রীতি
বউ যদি করে চাকুরী
কিংবা কোন কর্ম
সংসার হয় ভুতুরে
তিনি হয় বর্ম
তবু তারা দুজনেই
থাকেন একসঙ্গে
তালাক নাকি হয় কিছু
আমাদেরই বঙ্গে।