এক্সপ্রেস প্রতিষ্ঠানগুলো মান উন্নয়ন ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎসাহিত করছে

আন্তর্জাতিক:

by protibimbo
০ মন্তব্য ১৮৩ বার পড়া হয়েছে

সিনচিয়াং পোস্ট পরিচালনা ব্যুরোর সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, গত বছর অক্টোবর পর্যন্ত সিনচিয়াংয়ের এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ৩৫ কোটি পিস ছাড়িয়ে যায়, যা ২০২৩ সালের একই সময়ের চেয়ে ১২ কোটি পিস বেশি। আর, ২০২০ সালে বছরজুড়ে এক্সপ্রেস ডেলিভারির মোট সংখ্যা ছিল ১১.৪ কোটি পিস। এ থেকে বোঝা যায় যে, সিনচিয়াংয়ের এক্সপ্রেস ডেলিভারি শিল্প দ্রুত উন্নত হচ্ছে।

এ ছাড়াও, গত বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত, সিনচিয়াংয়ের এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ২০২৩ সালের গোটা বছরের চেয়ে বেশি ছিল। এক্সপ্রেস ব্যবস্থার উন্নয়ন হলো সিনচিয়াং এক্সপ্রেস ডেলিভারি শিল্প উন্নয়নের কারণ। গত বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত হ্যেথিয়ান এলাকার এক্সপ্রেস ডেলিভারি শিল্পে মাসওয়ারি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ১১৪.৮, ১৩৩.৬, ১৫১.৭ ও ১৬২.৯ শতাংশ।

হ্যেথিয়ান এলাকার পোস্ট পরিচালনা ব্যুরোর চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কমিটির সম্পাদক ও ব্যুরোর পরিচালক কুরেক্সি নিয়াজ বলেন, গত বছরের মার্চ মাসে চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম থাওপাও সিনচিয়াংকে বিনামূল্যে পরিবহন-সেবা দেওয়া শুরু করে। সেপ্টেম্বরে আরও বেশি ই-কমার্স প্ল্যাটফর্ম সিনচিয়াংকে বিনামূল্যে পরিবহন-সেবা দিতে শুরু করে। সিনচিয়াংয়ের পণ্য-পরিবহনের ব্যবস্থা তাতে অনেক উন্নত হয়।

বর্তমানে অনলাইন কেনাকাটা শাচে জেলার ইশিকুলি থানার কেশলাক গ্রামের বাসিন্দা টিনিসা মামতিমের গুরুত্বপূর্ণ কেনাকাটার পদ্ধতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, “আমি খাবার, পোষাক ও দৈনন্দিন ব্যবহারের জন্য জিনিসপত্র অনলাইনে কিনি।”

banner

জাতীয় পোস্ট ব্যুরো’র উন্নয়ন ও গবেষণাকেন্দ্রের কৌশলগত পরিকল্পনা গবেষণা বিভাগের পরিচালক লিউ চিয়াং বলেন, এক্সপ্রেস প্রতিষ্ঠানগুলো অব্যাহতভাবে সিনচিয়াংয়ের এক্সপ্রেস ও ডেলিভারি-সেবার উন্নয়ন ঘটিয়ে চলেছে।
কাশগর এলাকার পোস্ট পরিচালনা ব্যুরোর সিপিসি’র কমিটির সম্পাদক ও ব্যুরো পরিচালক ওয়াং সিয়াও হু বলেন, সিনচিয়াংয়ের এক্সপ্রেস ডেলিভারি শিল্প উন্নয়নের মাধ্যমে স্থানীয় বিশিষ্ট কৃষিপণ্য সারা দেশে পৌঁছে যাচ্ছে।

চলতি বছর বিভিন্ন বিভাগ ভোগ প্রচার ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর ব্যবস্থা নিয়েছে। ক্রমাগত ভোগের পরিস্থিতি সমৃদ্ধ হচ্ছে; এক্সপ্রেস ডেলিভারি ব্যবসায় শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। সিনচিয়াংয়ের অর্থনীতি অব্যাহতভাবে উন্নত ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি, এক্সপ্রেস বাজারের চাহিদা আরও বেড়েছে।
সিনচিয়াংয়ের এসএফ এক্সপ্রেস কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার লি শৌ কুও বলেন, বিভিন্ন সহায়ক ব্যবস্থা এক্সপ্রেস শিল্প উন্নয়নের জন্য শক্তিশালী নিশ্চয়তা সরবরাহ করেছে। এতে অভূতপূর্ব সুযোগ ও চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে; এক্সপ্রেস ডেলিভারি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বৃদ্ধি, পরিষেবার মান উন্নয়ন, ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎসাহিত হচ্ছে।

আকসু এলাকার পোস্ট পরিচালনা ব্যুরোর পরিসংখ্যান অনুসারে, গত বছরের সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত, এলাকাটি আপেল পাঠানোর জন্য ৫৯টি বিশেষ এক্সপ্রেস লাইন চালু করে। মোট ২৮ হাজার টন আপেল পাঠানো হয়, যার ফলে মোট কৃষি উত্পাদনমূল্য ১১৭ মিলিয়ন ইউয়ানে পৌঁছায়।

এদিকে, গত নভেম্বরে সি’আন থেকে উরুমছি পর্যন্ত ‘রেশমপথ ই-কমার্স রেলপথ’-এ দৈনিক পণ্য পরিবহন করেছে গড়ে ৪০টি ট্রেন। এতে সড়কপথে পরিবহনের তুলনায় ৫ ঘন্টা সময় সাশ্রয় হয়। এটি শানসি, এমনকি সমগ্র দেশে সিনচিয়াংয়ে ই-কমার্স এক্সপ্রেস ডেলিভারির জন্য পণ্য পরিবহনের সেরা লাইনে পরিণত হয়।

এক্সপ্রেস শিল্প দ্রুত উন্নয়নের কারণ হলো এক্সপ্রেস নেট ব্যবস্থার উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন গ্রামে এক্সপ্রেস ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে, গ্রামবাসীদের কেনাকাটার অভ্যাস পরিবর্তন করা হয়েছে। গ্রামবাসীরা ই-কমার্স প্ল্যাটফর্মে আরও সমৃদ্ধ পণ্য কিনতে পারছেন। এ পর্যন্ত সিনচিয়াংয়ের ৯৬ শতাংশ গ্রামে এক্সপ্রেস ও ডেলিভারি সেবা চালু হয়েছে।

এক্সপ্রেস কোম্পানিগুলোর সাথে সহযোগিতা চালিয়ে, স্থানীয় প্রতিষ্ঠানগুলো আরও দ্রুত উন্নত হচ্ছে। ছাংসি হুই জাতির স্বায়ত্তশাসিত বান্নারের পোস্ট পরিচালনা ব্যুরোর উপ-প্রধান লি লি সিয়া বলেন, এক্সপ্রেস শিল্প হলো আধুনিক পণ্য-পরিবহনের গুরুত্বপূর্ণ অংশ। এক্সপ্রেস শিল্প উৎপাদনশিল্পের সাথে একীকরণ ও উন্নয়নের মাধ্যমে, উত্পাদনশিল্পের খরচ হ্রাস করা যায় এবং এক্সপ্রেস কোম্পানিগুলোকে নতুন বাজার বাড়াতে সাহায্য করা যায়।

এদিকে, দেশের ভিতরে এক্সপ্রেস-সেবা উন্নয়নের পাশাপাশি, সিনচিয়াং অব্যাহতভঅবে বিদেশী বাজার উন্নয়নের চেষ্টা করছে। বর্তমানে উরুমছি’র শুকনো ফল পাঁচ দিনের মধ্যে থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছে যাচ্ছে। সিনচিয়াংয়ে মূলত একটি পোস্টাল এক্সপ্রেস নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয়েছে, যা পূর্বে চীনের সকল শহর এবং পশ্চিমে মধ্য-এশিয়ার প্রধান দেশগুলো পর্যন্ত বিস্তৃত।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs