‘জাতীয় কবিতা পরিষদ’ আয়োজিত ‘স্বাধীনতার কবিতাপাঠ’ অনুষ্ঠিত।

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ৭৪ বার পড়া হয়েছে

‘স্বাধীনতার শত্রুদের রুখবে কবিতা’:  জাতীয় কবিতা পরিষদ

গত ২৬ মার্চ ২০২, বুধবার, বিকেল ৩ টায় ইস্কাটন গার্ডেনস্থ সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তন’-এ ‘জাতীয় কবিতা পরিষদ’ আয়োজন করে ‘স্বাধীনতার কবিতাপাঠ’ অনুষ্ঠান। শিল্পী মিশু দাশের কন্ঠে–এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ মুক্তিযুদ্ধের গানের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ‘জাতীয় কবিতা পরিষদ’এর সভাপতি কবি মোহন রায়হান।
জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সাংসদ কবি নূরুল ইসলাম মনি, সভাপতি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, সেমিনার সম্পাদক কবি মনজুর রহমান, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, সদস্য ঢাবির শিক্ষক ও কবি এবিএম শহীদ আজাদ, লেখক, সাবেক সচিব হোসেন আব্দুল মান্নান, ফ্রান্স প্রবাসী কবি ও চলচিত্র নির্মাতা আমিরুল আরহাম।
বক্তারা ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের অপূরিত স্বপ্ন ও আকাঙ্খা বাস্তবায়নে দেশপ্রেমিক কবিদের জাতীয় দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান এবং সে লক্ষ্যে কবিতার পরিষদের নেতৃত্বে দেশব্যাপী একটি নতুন কাব্য আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দেন। বক্তব্য শেষে একে একে উপস্থিত কবিগণ তাঁদের স্বরচিত কবিতাপাঠ করেন৷ কবিকন্ঠে কখনো ঝ’রে পড়ে স্বাধীনতার ঝাঁঝালো পংক্তিমালা আবার কখনো একান্ত আবেগ অনুভূতির হৃদয় নিংড়ানো কোমল পদাবলী।
কবিতা পাঠে অংশ নেন– কবি গোলাম শফিক, কবি মনজুর রহমান, কবি ইউসুফ রেজা, কবি জামিল জাহাঙ্গীর, কবি ক্যামেলিয়া আহমেদ, কবি রোকন জহুর, কবি মনিরুজ্জামান রোহান, কবি আবির বাঙালি, কবি ফারুক প্রধান, কবি নিপা চৌধুরী, কবি জামান আল আসাদ, কবি সবুজ মনির, কবি কাব্য কবির, কবি মুস্তফা হাবিব, কবি আফসানা রিমা, কবি লিলি হক, কবি মনজুর রহমান, কবি এবিএম শহীদ আজাদ, কবি আফরোজা কণা, কবি আলমগীর সরকার লিটন, কবি কাব্য রাসেল, কবি কাজী আনারকলি, কবি মালিহা পারভীন, কবি বাবু হাবিবুল, কবি মুহাম্মদ মনিরুজ্জামান, কবি নাহিদ হাসান, কবি মাহফুজা মোসলেহি, কবি রিয়াজ মাহমুদ, কবি আতিকুজ্জামান খান, কবি শিকদার মোঃ নিজাম, কবি মোহাম্মদ শামীম মিয়া, কবি রফিক হাসান, কবি শোভা চৌধুরী, কবি সফিকুর রহমান নিজাম, কবি শিমুল পারভীন, কবি যাযাবর মিন্টু, কবি মসয়ূদ মান্নান, কবি রফিক হাসান, কবি রাসেল আহমেদ, কবি ইসরাত হোসেন বাবলু, কবি আফরোজা পারভীন, কবি জারিন নাজনিন, কবি লাইজু আফরিন, কবি শাহীন রেজা, কবি রেজাউদ্দিন স্টালিন ও কবি মোহন রায়হান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের এবং বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদ্যপ্রয়াত সানজিদা খাতুনের প্রতি সম্মান প্রদর্শনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs