দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ:
৪৭ বছর আগে দেশে হাতে গোনা কয়েকটি সফটওয়্যার প্রতিষ্ঠান ছিল, যেগুলো বিদেশে সফটওয়্যার রপ্তানি করত। এসব প্রতিষ্ঠানের কর্মীদের সবাই ছিলেন পুরুষ। সেসময় দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও কম্পিউটারবিজ্ঞান পড়ানো হতো না। তবে দমে থাকেননি দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ। অর্থনীতিতে পড়াশোনা করলেও যুক্তরাষ্ট্রের এনসিআর করপোরেশনে সফটওয়্যার আর্কিটেকচার বিষয়ে এক বছরের প্রশিক্ষণ নেন তিনি। এরপর অগ্রণী ভূমিকা রাখেন দেশের ব্যাংক অটোমেশন বা ব্যাংকিং সফটওয়্যার তৈরিতে। বিশেষ করে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) পরিচালনার সফটওয়্যার, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং হিসাব ব্যবস্থানার সফটওয়ারসহ আরো নানা ধরণের সফটওয়্যার তৈরির প্রোগ্রামিং-এ তিনি রেখেছেন বিশেষ অবদান। নারী কিংবা পুরুষ যে কেউ চাইলেই যে ইচ্ছেশক্তির বলে অসাধ্য সাধন করতে পারেন তিনি তারই প্রমাণ।