সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালা মিছিল

দেশজুড়ে

by protibimbo
০ মন্তব্য ১৫৫ বার পড়া হয়েছে

মিছিলে বাংলা বর্ণমালা হাতে শিশু-কিশোর, নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন।

সিলেট শহরে ভাষার মাস ফেব্রুয়ারি বরণে বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে নগরের সারদা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিলে বাংলা বর্ণমালা হাতে শিশু-কিশোর, নাট্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। এ সময় তারা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিসহ বিভিন্ন দেশাত্মবোধক গান গেয়ে সড়ক প্রদক্ষিণ করেন।

banner

মিছিলে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় সদস্য শামসুল বাসিত শেরো, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক অর্ধেন্দু দাশ এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ অংশ নেন।

বর্ণমালার মিছিলের বিষয়ে সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা প্রতিবছরই সম্মিলিত নাট্য পরিষদ থেকে ভাষার মাস বরণে এই আয়োজন করে থাকি। নতুন প্রজন্মকে মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো ও এর চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন করে থাকি।”

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs