৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খেলাধুলা খবর

by protibimbo
০ মন্তব্য ৮৫ বার পড়া হয়েছে

৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ (বিএজিসি)-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। একই সঙ্গে এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ সর্বমোট ১৭৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে পুরুষ এককে নেপালের অ্যামেচার গলফার সদভাব আচারিয়া চ্যাম্পিয়ন, বাংলাদেশের শফিকুল ইসলাম রানার আপ এবং বাংলাদেশের সৈনিক সাহাব উদ্দিন তৃতীয় স্থান অধিকার করেছেন।

banner

মহিলা এককে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার চ্যাম্পিয়ন এবং সৈনিক জাকিয়া সুলতানা রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা এবং সৈনিক সোনিয়া আক্তার এর সমন্বয়ে গঠিত মহিলা ‘এ’ দল চ্যাম্পিয়ন এবং দক্ষিণ কোরিয়ার হাইউং উম এবং জিন সুক উনের সমন্বয়ে গঠিত মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যরা, বিদেশি কূটনীতিক, স্পন্সর, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, খেলোয়াড় ও গণমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs