বেশিরভাগ ক্রিকেটাররা যে বয়সে ক্যারিয়ারের ইতি টানেন, সে বয়সে টেস্ট ক্রিকেটে কেবল ভূমিষ্ট হলেন আসিফ আফ্রিদি। ৩৮ বছর ২৯৯ দিন বয়সে অভিষেকের দিনই বিশ্ব রেকর্ডে নাম লেখালেন পাকিস্তানের এ বাঁহাতি স্পিনার। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ইতিহাস রচনা করলেন আফ্রিদি। লাল বলের অভিষেকে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ফাইফার নিলেন এ পাকিস্তান বোলার। আগের রেকর্ডটি ১৯৩৩-এ ৩৭ বছর ৩৩২ দিন বছর বয়সে করেন ইংলিশ স্পিনার চার্লস মেরিওট।
৩৩
