২৭ মে থেকে ২০ টাকার নতুন নোট বাজারে আসবে

জাতীয়

by protibimbo
০ মন্তব্য ১৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংক ঈদুল আজহা উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়বে, তবে এবার প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নোট প্রচলন করা হবে। আগামী ২৭ মে থেকে ২০ টাকার নতুন নোট বাজারে আসবে, যা কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি সম্বলিত হবে। এরপর ২৯ বা ৩০ মে ৫০ টাকার নোটে শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র ও আতিয়া মসজিদের ছবি থাকবে। ১০০০ টাকার নতুন নোট ২ জুন বাজারে আসবে, যাতে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসৌধের ছবি থাকবে।

উল্লেখযোগ্য যে, ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্ব হওয়ায় ৫ টাকার নতুন নোট বাজারে আসবে ঈদের পর। এই নোটে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধের ছবি থাকবে বলে জানা গেছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “দেশের জন্য জীবন দিয়ে পৃথিবীর ইতিহাসের ভয়ংকরতম ফ্যাসিবাদের একটার পতন ঘটানো আবু সাঈদের ছবি ব্যাংক নোটে আমাদের সহ্য হয় না।” তিনি আরও বলেন, “অথচ আবু সাঈদ একজন কৃষকের ছেলে। এই ছেলেটার ফার্স্ট জেনারেশন গ্রাজুয়েট হওয়ার কথা ছিল। রাষ্ট্র কবে এর আগে এভাবে একজন কৃষকের ছেলেকে শ্রদ্ধা করেছে?”

নতুন নোটের ডিজাইনে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভবিষ্যতে নোটের ডিজাইন পরিবর্তন করে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হবে এবং নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়বে।

এই পরিবর্তন সম্পর্কে জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ নতুন নোটের ডিজাইন পরিবর্তনকে স্বাগত জানালেও, অনেকে এতে হতাশা প্রকাশ করেছেন।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs