স্ত্রীর সামনেই ছটফট করতে করতে মারা গেলেন আলম

দেশজুড়ে

by protibimbo
০ মন্তব্য ৩১ বার পড়া হয়েছে

বাগেরহাটের শরনখোলায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের স্ত্রীর সামনেই মারা গেলেন কৃষক। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার ধানসাগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় গ্রাম পুলিশ সুব্রত কুমার বিশ্বাস জানান, নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক বিঘা জমিতে মাছের ঘেরে সাথি ফসল হিসেবে বোরো ধানের চাষ করেছেন আলম শেখ নামের ওই কৃষক। এরপর আস্তে আস্তে মাছের ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় সেখানে বেড়ে যায় ইঁদুরের উৎপাত। কোনো উপায়ন্তর না পেয়ে ইঁদুর মারার জন্য ধান ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে রাখেন তিনি।

বুধবার সকাল ৭টার দিকে স্ত্রীকে সঙ্গে নিয়েই ক্ষেতে ধান গাছ দেখতে গিয়েছিলেন আলম শেখ। ক্ষেতের পাশ থেকে হাঁটার সময় হঠাৎ পা পিছলে  বৈদ্যুতিক ফাঁদের ওপর পড়ে ছটফট করতে থাকেন তিনি। এ সময় স্ত্রী সাহায্যের জন্য  চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করলেও তাকে আর বাঁচানো যায়নি।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs