সেনাবাহিনীর স্বাস্থ্যসেবায়- রংপুরে হাজার মানুষের মুখে হাসি

জয়নাল আবেদীন, রংপুর ব্যুরো।

by protibimbo
০ মন্তব্য ৫৭ বার পড়া হয়েছে

রংপুরে সেনাবাহিনীর স্বাস্থ্যসেবায় হাজার মানুষের মুখে হাসি

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ভিভিশনের সদর দফতরের আয়োজনে রংপুর নগরীর দরিদ্র অসহায় নারী শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবা প্রদান করেছে । সোমবার সকাল দশটায় রংপুর স্টেডিয়ামে কর্ণেল খন্দকার মোসায়েদ রেজার নেতৃত্বে একটি বিশেষ চিকিৎসকদল অত্যন্ত যত্নসহকারে স্বাস্থ্যসেবা প্রদান করে । সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে বিনামুল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয় ।
এসময় সেনাবাহিনীর মিডিয়া সেলের মেজর রিফাত বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজেই নিয়োজিত থাকেন পাশাপশি দেশের অভ্যন্তরে যে কোন দুর্যোগ মোকাবেলায় কাজ করে থাকে । এছাড়াও আর্ত মানবতার সেবায় সবর্দা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন জুলাই পূর্নজাগরণের অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্বাস্থ্য সেবা ক্যাম্প । আর স্বাস্থ্য সেবা ক্যাম্পে পাচটি বিশেষঞ্জ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান সহ বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয় । তিনি বলেন আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরীব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এতে চিকিৎসা সেবা নিয়ে শত শত মানুষকে হাসি মুখে ওষুধপত্র হাতে ফিরতে দেখা যায়। সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা আরও সহজ হবে। এদিকে চিকিৎসা নিতে আসা জুম্মাপাড়ার গৃহিণী রিকু বেগম বলেন, তার ছয়মাস বয়সী মেয়ে শারীরিকভাবে অসুস্থ। সুজি ছাড়া বুকের দুধও খায় না। এ ছাড়া ছয় বছর বয়সী ছেলের জ্বর। লোকমুখে চিকিৎসার কথা শুনে এখানে এসেছেন। হনুমানতলা এলাকার কাপড় ব্যবসায়ী আলমগীর বলেন, তার ডায়াবেটিস ও বুকে ব্যথা। এখানে এসে প্রথমে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন। এরপর বুকের ব্যথার জন্য ডাক্তার দেখান। সেনাবাহিনীর চিকিৎসক দলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs