সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

আন্তর্জাতিক

by protibimbo
০ মন্তব্য ৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনীর গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দখলদার বাহিনীর হাতে আটক সব মানবিক সহায়তা কর্মী ও সক্রিয় অংশগ্রহণকারীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব, গণহত্যার যুদ্ধ ও মানবিক অবরোধ অবিলম্বে বন্ধের পাশাপাশি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান জানানোর আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্ববাসীর সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। বাংলাদেশ সরকার ও জনগণ ফিলিস্তিনের এই ভয়াবহ দুর্দশা ও অব্যাহত দুর্ভোগের মুহূর্তে তাদের সঙ্গে অটল সংহতি প্রকাশ করছে।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs