ধৈর্য
সানজিদ হোসাইন
পরিবারে চলছে অনটন
দাম্পত্য জীবনে অঘটন,
ব্যবসায় হলো লোকসান
ফসল হারালো প্রাণ।
গবাদিপশু দিয়ে হচ্ছে না আছান
বিলুপ্তির পথে জন্মস্থান,
জোয়ারে ভাঙছে আশ্রয়স্থান
জলে ভাসছে সম্পদ বাসস্থান।
মাথায় চড়ছে ঋণের বোঝা,
স্বজনদের সব বন্ধ দরোজা
পরীক্ষার জীবনে নানা মুখী সংকট,
অগ্নিদাহের দগ্ধ ধাতু
তৈরি করে মুকুট।
ভাইয়ের ষড়যন্ত্রে কূপেতে
নিক্ষিপ্ত নবী ইউসুফ,
তাকে আটকাতে পারেনি
সেই গহিন কূপ।
ইবরাহিম আলাইহিস সালাম হলেন
অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত,
আল্লাহর প্রতি বিশ্বাসে
অগ্নিস্থান হলো সিক্ত।
মাছের পেট ছিল
ইউনুস আলাইহিস সালামকে ঘিরে,
আল্লাহর স্মরণ ভোলেননি
ঘোর আঁধারের ভিড়ে।
দুরারোগ্যে আইয়ুব আলাইহিস সালামের
ছিল না কোনো অভিযোগ,
তাই পরম দয়ালু মুছে দিলেন
তার জীবনের সমস্ত দুর্ভোগ।
বিপদে অভিযোগ নয়,
করব ধৈর্য ধারণ,
আল্লাহতে ভরসা রেখে
করব তাকে স্মরণ।