কলারোয়া উপজেলায় “কৃষি বিভাগের সক্ষমতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত
গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কৃষি বিভাগের সক্ষমতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা, বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত রেইন্স প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।
আলোচনায় কৃষি সম্প্রসারণ কার্যক্রমে সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরাসহ সমন্বয়ের উপর জোর দেয়া হয়। কৃষিকে বাঁচাতে হলে সময়ের সাথে সাথে কৃষি সম্প্রসারণের দক্ষতা কাজে লাগাতে হবে, ফলে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মোকাবিলা করার সামর্থ অব্যাহত থাকে ।
কর্মশালাটি সঞ্চালনা করেন: অধ্যাপক রঞ্জন রায়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।