গতকাল ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়, একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হলো `রোদেলা প্রহর’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোন।
এতে উপস্থিত ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কবি অমিতাভ রহমান (জেষ্ঠ্য সাংবাদিক, ডিবিসি নিউজ), কবি অঞ্জন রহমান (জেষ্ঠ্য সাংবাদিক, চ্যানেল আই), কবি নাসরীন গীতি (জেষ্ঠ্য সাংবাদিক, দৈনিক সংবাদ), কবি আতিকুল ইসলাম (সাংবাদিক, আজকের বাণী), কবি সাজ্জাদ হোসেন মিল্টন (প্রভাষক, মাস্টারমাইন্ড), কবি ও সম্পাদক আশরাফুল ইসলাম (জেষ্ঠ্য সাংবাদিক, দৈনিক ইত্তেফাক), কবি ও কলামিস্ট আবুল খায়ের (প্রকাশক, প্রতিবিম্ব প্রকাশ), এ ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য কবি, লেখক, সাংবাদিক ও গুণীজন।
বইটি পাওয়া যাবে প্রতিবিম্ব প্রকাশ এর স্টল নম্বর: ৬১৬-৬১৭ (সোহওয়ার্দী উদ্যান), এছাড়াও বইটি রোকমারিসহ অর্ডার করা যাবে প্রতিবিম্ব প্রকাশ এর গ্রুপ, পেজ, ও ফেইসবুক আইডিতে।
বিনিময় মূল্য: ২৫০ টাকা (২৫% কমিশনে)
বইয়ের প্রচ্ছদ: শাহযাদা।
প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ, উত্তরা, ঢাকা
অর্ডার: ০১৭১৫৩৬৩০৭৯