সত্যের জয়
রহিমা আক্তার রীমা
প্রাণের ধর্ম অবমাননায় করছিস যারা আঘাত
আল্লাহর কসম অহমিকার হবে যে কুপোকাত
আদ জাতি,সামুদ জাতি ও ফেরাউনদের বংশ
ছাড় পায়নি অন্যায়ের কারণে হয়েছিল ধ্বংস।
টগবগে প্রাণ তাজা রক্ত নয়তো চিরদিন স্থায়ী
নত স্বীকার করতেই হবে জীবনটা যে অস্থায়ী
প্রাণের ধর্ম আগলে রেখে শুকরিয়া সৃষ্টি কর্তায়
ছাড় পাবি না একদিন দাঁড়াতে হবে কাঠগড়ায়।
জুলুম করে ব্যভিচারে ক্ষমতায় করেছিস মাস্তি
জানিস না তো কি অসহনীয় হবে একদিন শাস্তি
যারযার ধর্মের মূল্য সবার কারা বাড়ায় চুলকানি
অপকর্মে কারা দেয় ধর্মের অপব্যখ্যায় উস্কানি?
অন্যায় করে লুকিয়ে ভাবছিস ধরার সাধ্য কার
আসল ক্যামেরায় ধারণ হচ্ছে পাবিনা কিন্তু ছাড়
সময় থাকতে অনুশোচনায় হওয়া উচিত শুদ্ধ
ছেড়ে দিলেও ছাড় পাবি না হলে সৃষ্টিকর্তা ক্রুদ্ধ
বেঈমান-মুনাফেক ছিল আছে শয়তানের বেশে
ক্ষমতা আর লোভের জন্য ফ্যাসাদ বাড়ায় দেশে
ঈমান যদি ঠিক থাকে বুকে থাকে সত্যের বল
অপশক্তি সব নিপাত যাবে সত্য রবে অবিচল।