বলিউড অভিনেত্রী করিশমা কাপুর। বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে আলোচনা চলছিল। মূলত অভিনেত্রীর সাবেক স্বামী সঞ্জয় কাপুর আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর। সঞ্জয়ের মৃত্যুর পর এবার কথা বললেন অভিনেত্রী। করিশমা কাপুর তার ৫১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তায় সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাবেক স্বামী সঞ্জয় কাপুর মারা যাওয়ার দুই সপ্তাহ পর এই প্রথম কোনো বার্তা প্রকাশ করলেন করিশমা।
প্রসঙ্গত, গত ১২ জুন, ইংল্যান্ডে এক পলো ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কারিশমার সাবেক স্বামী ও ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তার ব্যবসায়িক সহযোগী সুহেল শেঠ জানিয়েছেন, ম্যাচ চলাকালে এক মৌমাছি গিলে ফেলেন সঞ্জয়, এবং পরে হার্ট অ্যাটাকে মারা যান। তবে তার প্রতিষ্ঠান সোনা কমস্টার জানিয়েছে, মৃত্যুর কারণ ছিল হৃদরোগে।
সঞ্জয় কাপুর ও করিশমা কাপুরের বিয়ে হয় ২০০৩ সালে । তাদের দুটি সন্তান রয়েছে সামায়রা ও কিয়ান। ২০১৪ সালে তারা পারস্পরিক সমঝোতায় ডিভোর্সের আবেদন করেন এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।