পাগলের প্রলাপ
শেখ মনিরুজ্জামান শাওন।
১.
আমি তোমাকে ভালোবাসি
অন্তরে রেখে ।
আর তাকে ভালোবাসি জীবনের পথে।
দুটোকে এক করে দেখো না হিংসুক।
যে পথ জন্মগত গিয়েছে দুই দিকে সরে ।
২.মানুষ কত রহস্যময়ী !
ভালোবাসার বুকে আচড় কেটে,
খোদার আরশে জল ঢালে ।
৩.
যে আলোতে মন পুড়ে ,
সেই আলোতে কি অধার ঘুচে ?
৪.
ভেবেছ কি?
পথিক হয়ে হাটতে এসে ,
কি মায়াজালে থমকে গেলে।
সেই দিন-ই তোমার মৃত্যু, তোমাকে ছেড়ে,
রহস্যময়ী কবরে প্রতিক্ষায় আছে।
৫.
নিজের স্বাক্ষাৎ মৃত্যু দেখবে যে দিন,
জেনে নিও সেই জন্মে, তুমি মানুষ ছিলে !
তারিখ: ০৬/০৮/২০২৫ ইং