শক্তিশালী জর্ডানকে রুখে দিল বাংলাদেশ নারী দল

খেলাধুলা

by protibimbo
০ মন্তব্য ৬৮ বার পড়া হয়েছে

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ দুইবার পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রুখে দিল শক্তিশালী জর্ডানকে। শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপার গোলে বাংলাদেশের নারী দল তুলে নিল মর্যাদাপূর্ণ এক ড্র।

মঙ্গলবার (৪ জুন) আম্মানের কিং আব্দুল্লাহ (২) স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ম্যাচের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের মরুদেশে নিজেদের প্রস্তুতি সফর শেষ করল পিটার জেমস বাটলারের দল।

ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামে মেয়েরা। তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খেতে হয়, মাত্র ৫ মিনিটেই তাইয়েহ ফারাহর গোলে এগিয়ে যায় জর্ডান।

কিন্তু হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচের ৪৩তম মিনিটে সাফ জয়ী ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র গোল করে সমতা ফেরান। ১-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।

banner

দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৮তম মিনিটে বিতার বানার গোল করে জর্ডানকে আবারও এগিয়ে দেন। তবে ৮২তম মিনিটে বাংলাদেশকে ফের সমতায় ফেরান শাহেদা আক্তার রিপা। এরপর বাকি সময় জয়সূচক গোলের দেখা পায়নি কোনো দল।

উল্লেখ্য, ২০২১ সালে উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। সেই তুলনায় এবার জর্ডানের মাঠে গিয়ে এমন ফল অবশ্যই উন্নতির ইঙ্গিত।

এ মাসের শেষ দিকে মিয়ানমারে শুরু হচ্ছে উইমেন’স এশিয়ান কাপের বাছাই পর্ব। সেই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি পর্বে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ পিটার বাটলার। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করে তার শিষ্যরা প্রমাণ করেছে, তারা আগের চেয়ে অনেক পরিণত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলছে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs