ল্যাম্পপোস্ট
জেরিন বিনতে জয়নাল
নিবিড় রাত, নিস্তব্ধ শহর, একলা পথিক
রঙ চটে যাওয়া পাঞ্জাবী, আধছেঁড়া চপ্পল
উদ্দেশ্যহীন গন্তব্য, সাথে পূর্ণ চাঁদ।
দূর হতে ভেসে আসে হাসনাহেনার সুবাস-
অক্লান্ত জং ধরা পুরনো ল্যাম্পপোস্ট আলো ছড়াচ্ছে।
গাড়িগুলো পাশ কাটিয়ে যাচ্ছে হাওয়ার বেগে
অচেনা মানুষটি গিয়ে বসে ল্যাম্পপোস্টের গা ঘেঁষে,
মনের সুখে আবোলতাবোল বলে যায়।
রাত পেরিয়ে ভোরের আলো উঁকি দেয়
তবুও তার কথা ফুরোয় না
কতশত কথা জমানো হৃদয়ের গভীরে
সব জানাতে চায় নির্বাক ল্যাম্পপোস্টকে।
সময় ফুরিয়ে আসে, এবার ফেরার পালা
রাতের আধারের মতো মিলিয়ে যায়,
মিলিয়ে যায় দিনের আলোর সাথে।
যান্ত্রিক জীবনে, ব্যস্ততম নগরীর বুকে।
মুখে বিস্তৃত হাসি নিয়ে বেরিয়ে পরে
শহরের অলিতে-গলিতে দুঃখ কুড়াতে।