গুঞ্জন উঠেছিল, মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’-এ অভিনয় করছেন সাবিলা নূর। তবে সিনেমায় সাবিলার অন্তর্ভুক্তির আলোচনা যখন তুঙ্গে তখন জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ নামে তানিম নূরের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা। দুটি ছবির শুটিং শুরুর সময়টাও কাছাকাছি। তাহলে কি একসঙ্গে দুই ছবির শুটিং করবেন সাবিলা? তবে শেষমেশ জানা যায়, ‘রাক্ষস’ করছেন না সাবিলা। ‘রাক্ষস’ ছবির শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ ও সাবিলা নূর। তাই একই সময়ে দুই ছবির শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা। তিনি বলেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকেই ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে কথা হচ্ছিল। এর মধ্যে ‘রাক্ষস’ নিয়েও কথাবার্তা আগায়। কিন্তু একই সময়ে শুটিং শুরু হচ্ছে বলে একটি ছবি ছাড়তে হয়েছে।’
৩২
