রক্তাক্ত জুলাই এ “ভয়কে করে জয়” শিরোনামে “‎শব্দকুঠি সাহিত্য অঙ্গন” আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত।

ঢাকা প্রতিনিধি

by protibimbo
০ মন্তব্য ৬৬ বার পড়া হয়েছে

“‎শব্দকুঠি সাহিত্য অঙ্গন” আয়োজিত অনুষ্ঠান রক্তাক্ত জুলাই এ “ভয়কে করে জয়” অনুষ্ঠিত।

রক্তাক্ত জুলাই এ “ভয়কে করে জয়” শিরোনামে “‎শব্দকুঠি সাহিত্য অঙ্গন” আয়োজিত ৩১শে জুলাই বিল্পব স্মরণে আলোচনা, কবিতা পাঠ, স্মৃতিচারণ ও সন্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন শব্দকুঠির ‎সাহিত্য অঙ্গন-এর সম্মানিত সভাপতি কবি রেজাউদ্দিন স্টালিন ও আয়োজনের সভাপতি ছিলেন জুলাই আন্দোলনের ‎কবি রোকসানা রহমান।
‎প্রধান অতিথি ছিলেন জুলাই আন্দোলনের সাহসী কণ্ঠস্বর, দেশবরেণ্য গীতিকার ও কবি শহীদুল্লাহ ফারায়জী।
‎প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক, ‎সংগঠক ও কবি শাহীন রেজা।
‎সন্মানিত বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি জাকির আবু জাফর, সাংবাদিক, কবি ও ছড়াকার আতিক হেলাল।
‎আমন্ত্রিত আলোচক কবি ও বাচিক শিল্পী মৃন্ময় মিজান।

রক্তাক্ত জুলাই-এর উপর আলোচনা, স্মৃতিচারন ও কবিতা পাঠ করেন কবি আসাদ কাজল, প্রকাশক ও কবি আবুল খায়ের, কবি খলিলুর রহমান, কবি ইলিয়াস হোসাইন বাবলু, দিপাস আনোয়ার, কবি লিন্ডা আমিন, কবি ও আলোচক আসফাকুজ্জামান, কবি মনসুর আজিজ, কবি মতিয়ারা মিনু, কবি সাঈদা আজিজ চৌধুরী,বাচিক শিল্পী তারিকুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবের ও ২১শে আগষ্ট মাইলস্টোনে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বিমান দূর্ঘটনায় সকল শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা এবং নিহত পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য মহান আল্লাহ তায়ালার কছে বিশেষ দোয়া, মোনাজাত, গভীর শোক প্রকাশ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

‎অনুষ্ঠানের প্রধান সহযোগী ছিলেন একজন জুলাই যোদ্ধা ও সকলের প্রিয় কবি রি-হোসাইন।

‎জুলাই বিপ্লবে বিশেষ অবদানের জন্য সন্মাননা প্রাপ্তরা হলেন:
‎১) লতিফুল ইসলাম শিবলী -কবি ও কথা সাহিত্যিক।
‎২) এহসান মাহমুদ – লেখক ও সাংবাদিক।
‎৩) সালাউদ্দিন শুভ্র – কথা সাহিত্যিক ও,সাংবাদিক।
‎৪) আবিদ আজম – কবি ও সাংবাদিক।
‎৫) তানজীনা ফেরদৌস – কবি ও সংগঠক।
‎৬) শেরিফ ফারুকী – কথা সাহিত্যিক।
‎৭) খোকন মিয়া ( পাগলা খোকন) – রিকশাচালক।
পদকপ্রাপ্তরা সকলেই ‎জুলাই অভ্যুত্থানে নির্যাতনের স্বীকার হয়েছিলেন। সারা জুলাই মাসব্যাপি ঘটে যাওয়া নিয়ে আলোচনা, স্মৃতিচারণ ও সম্মাননা পেয়ে অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া মোনাজাতের দায়িত্ব পালন করেন কবি ও কণ্ঠশিল্পী – দিপাশ আনোয়ার।
‎সর্বশেষে আলোচনা করেন শব্দকুঠির এর সাধারণ সম্পাদক ও ভয়কে করে জয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ‎কবি ও সংগঠক রোকসানা রহমান। তার বক্তব্যে জুলাই বিপ্লবে সকল শ্রেণি পেশার মানুষের অবদান তুলে ধরেন সাথে ‎আমন্ত্রিত সকল অতিথিদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ কামনা ‎জানিয়ে এবং জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
‎_________
প্রতিবেদক:
‎নির্বাহী সম্পাদক
‎শশব্দকুঠি সাহিত্য অঙ্গন
‎দিপাশ আনোয়ার

banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs