রংপুরে টাইফয়েড জরের টিকা গ্রহণে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

জয়নাল আবেদীন, রংপুর।

by protibimbo
০ মন্তব্য ৭৩ বার পড়া হয়েছে

রংপুরে টাইফয়েড জরের টিকা গ্রহণে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

রংপুরে সাড়ে ৮ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড জরের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা প্রদান কার্যক্রমের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া দেখা গেছে। রবিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক যুগম সচিব মোহাঃ আশরাফুল ইসলাম। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কেএম জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, জেলা পুলিশ সুপার আবু সাইম, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ। এছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবিএম আবু হানিফ, অতিরিক্ত সচিব হুজুর আলী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গাওসুল আজম, উপ-পরিচালক ডাঃ ওয়াজেদ আলী, ইউনিসেফ প্রধান তৌফিক আহমেদ।

উদ্বোধনী দিনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে টিকা গ্রহণ করেন। কোন ধরনের পারশর্প্রতিক্রিয়া ছাড়াই স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে দ্রুততম সময়ে টিকা গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

শিক্ষার্থী আনিছুর, মেহেজাবিন, মৌমিতা সরকার বলেন, বাসায় অনলাইনে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছি। আমরা টিকা গ্রহণ নিয়ে প্রথমে অনেক ভয় পেয়েছিলাম। স্কুলে এসে দ্রুত টিকা নিতে পেরে অনেক ভাল লাগছে। কোন ধরনের ব্যাথা হয় না। এছাড়া কেউ যদি কোন কারণে অসুস্থ্য হয়ে যায়, সেজন্য রংপুর সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সসহ ডাক্তার রয়েছে। যে সকল বন্ধুরা এখনও টিকা গ্রহণ করেনি, আমরা তাদের দ্রুত টিকা নিয়ে সুস্থ্য থাকার আহ্বান জানাচ্ছি।

banner

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ বলেন, রংপুর সিটি কর্পোরেশনে দুই লাখের বেশি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টাইফয়েড জরের টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে স্কুল ও কমিউনিটি পর্যায়ে আমাদের স্বেচ্ছাসেবী ও টিকাপ্রদানকারীরা কাজ করছেন। নির্বিঘ্নে এ কার্যক্রম চলমান রয়েছে। আমি আহ্বান জানাবো, নিবন্ধনের মাধ্যমে যেন টিকা গ্রহণ করা হয়। তাহলে পরবর্তীতে বিদেশ ভ্রমনসহ অন্যান্য ক্ষেত্রে টাইফয়েড জরের টিকা প্রদানের তথ্য কাজে লাগবে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাঃ আশরাফুল ইসলাম বলেন, টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমকে উৎসব মুখর করতে বিভিন্ন স্কুলে শিশুবান্ধব পরিবেশ তৈরী করা হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা স্কুলে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকা নিয়েছে। নির্ধারিত বয়সের সকল শিশু যেন টিকা পায় সেলক্ষ্যে নিবন্ধিত কিংবা অনিবন্ধিত শিশুদেরও টিকা দেয়া হচ্ছে। নগরীতে মাইকিং, গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় বড় বেলুন উড়ানো, ট্রাকের মাধ্যমে গম্ভীরার আয়োজন করে প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি করোনার মত আমরা টাইফয়েড টিকাতেও সাফল্য অর্জন করবো। এদিকে রংপুর সদর উপজেলার ধাপেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত রংপুর জেলার ৮ উপজেলায় স্কুল পর্যায়ে ৪ লাখ ৩৯ হাজার ৪০২ জন ও কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৯ হাজার ৪৫২ জন শিশুকে এবং রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে স্কুল ও কমিউনিটি পর্যায়ে ২ লাখ ১০ হাজার ৭১৯ জন শিশুকে টাইফয়েড জরের টিকা দেয়া হবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs