‘যে সমুদ্রে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন:

বইমেলা-২০২৫

by protibimbo
০ মন্তব্য ৭৫ বার পড়া হয়েছে

আজ ৩০ জানুয়ারি ২০২৫,বিকেল সাড়ে চারটায় উত্তরার প্যান ডি এশিয়ায় রেস্টুরেন্টে কবি শেখ মনিরুজ্জামান (শাওন)-এর ‘যে সমুদ্রে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান (একুশে পদক ও স্বাধীনতা প্রদকপ্রাপ্ত); তিনি বইটির গুণগতমান ও কাব্যিকতার প্রশংসা করেন এবং কবির সাফল্য কামনা করেন।

প্রধান আলোচক ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত), তিনি বাংলা কবিতার বাঁক বদল ও সাহিত্যে কবিতার শক্তিশালী অবস্থান বিশদ আলোচনা করেন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের লড়াকু সৈনিক, সাবেক সাংসদ কবি সামসুদ্দোহা, তিনি গণআন্দোলের ইতিহাস এবং সাহিত্যচর্চার সাথে তাঁর সম্পর্ক বিশ্লেষণ করেন।

banner

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী, তিনি বইটির বেশ কিছু কবিতা নিয়ে আলোচনা করেন এবং বইটির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কবি আবুল খায়ের (কর্ণধার, প্রতিবিম্ব প্রকাশ); তিনি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হবেন বলে আশা রাখেন।
অনুষ্ঠানের আনন্দ বাড়িয়ে দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান; এতে গান পরিবেশন করেন দেশের প্রথিতযশা শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক কবি, লেখক ও কবির শুভাকাঙ্খীরা উপস্থিত থেকে অনুষ্ঠান প্রাণবন্ত করতে সহযোগিতা করেন।

 

__________________
সৃজনশীল লেখকের ঠিকানা:
____
প্রতিবিম্ব প্রকাশ
অফিস/শো-রুম:
বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: info@protibimboprokash.com
পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash
ওয়েব: www.protibimboprokash.com
ওয়েব: www.dainikprotibimbo.com

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs