যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি: ইরান ইস্যুতে হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতি

আন্তর্জাতিক

by protibimbo
০ মন্তব্য ৭৮ বার পড়া হয়েছে

ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালেও সেই সংঘাতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এই হস্তক্ষেপ পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে এবং আরেকটি ভয়াবহ উত্তেজনার সিঁড়ি তৈরি করবে।’

যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমানে ইসরায়েল-ইরান সংঘাতে বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘নির্বিশর্ত আত্মসমর্পণ’ দাবি করছেন। এমনকি দেশটির ওপর সামরিক হামলার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।

অন্যদিকে, মস্কো তেহরানকে তাদের কৌশলগত মিত্র হিসেবে দেখছে। চলতি বছরের শুরুতেই রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন, যার প্রথম অনুচ্ছেদেই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

banner

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘নির্দয়’ ও ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। গতকাল উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়, তাহলে পুরো পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠবে।’

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর যেটি খানিকটা স্থিতিশীলতার দিকে যাচ্ছিল।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতার মধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলছে, যার প্রভাব আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার ওপরও পড়তে পারে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs