১০০
বর্ষবরণ
মোঃ জহুরুল ইসলাম।
নতুন বছর নতুন হিসেব
নতুন নতুন লাগবে,
পোশাক আদি আতস বাজি
এগুলো ও থাকবে।
চাকরিজীবী কর্মচারীর
হিসেব করে চলা,
মন জুগিয়ে চলতে হবে
সাজতে হবে ভোলা।
বেতন ভাতা বাড়বে কিনা
আগে বলা হবে দায়,
আগের হিসেব থেকেই
বাড়তে সবই চায়।
চাল বাড়ে তেল বেড়ে যায়
বাড়ে গিয়ে বাজেট,
চাকরিজীবী কর্মচারীর
কমে শুধু পকেট।
দশ টাকার তরকারিটা
একশো টাকার ঘরে
কর্মচারীর দশ %
বেতন কিভাবে বাড়ে?