মেঘের ক্যানভাসে
শান্তা কামালী
শুয়ে আছি অস্ত্রোপচারের পরে
তিন পাশে পর্দা ঘেরা ক্রিটিকাল কেয়ার শয্যায়,
জানি, তুমি ঠিকই আছো আশপাশে
বিশাল এক মেঘের ক্যানভাসে।
আর কে কোথায় আছে, জানি না,
শুধু জানি, তুমি কপালে আমার রেখেছো হাত,
তারপর ভেসে গেলাম ঘুমের সমুদ্রে অকস্মাৎ।
যেতে যেতে শুনলাম নিজ কানে…
ভয় নেই, ভয় নেই কোনো
আমি তো দাঁড়িয়ে আছি
তোমারই শিয়রে, শোনো…।
বুকে তো বসানো হয়ে গেছে বেলুন,
কে যেন বললো ডেকে
এবারে চোখ দুটো খুলুন।
চেয়ে দেখি, কেউ নেই
দূরে তুমি মেঘের ক্যানভাসে
মিটিমিটি হাসিমুখে দাঁড়িয়ে রয়েছো একপাশে…।
ভয় নেই, ভয় নেই বলে…
অদৃশ্য হয়ে গেলে!
ধরা কি দেবে না তবে কোনোদিন
কাছে এসে, ভালোবেসে?
১৬/৪/২৫ সিলেট সদর