মা দিবস উপলক্ষে বিশেষ লেখা “মা—ভালোবাসার অবিনাশী নাম”
মা—তিনটি অক্ষরের ছোট্ট একটি শব্দ, অথচ এই শব্দের মধ্যে লুকিয়ে আছে বিশাল এক জগত। পৃথিবীর প্রতিটি সম্পর্কের সূচনা হয় একজন মায়ের ভালোবাসা দিয়ে। তিনি আমাদের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম আশ্রয়। জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি সংকটে, একটি নামই আমাদের সবচেয়ে বেশি আশ্বাস দেয়—“মা”।
মায়ের হাতের ছোঁয়া যেমন ক্ষতের উপশম, তেমনি তাঁর হাসি মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আমাদের ব্যর্থতা থেকে সাফল্যের পথে যাত্রায়, নিঃস্ব থেকে সম্ভাবনায় পৌঁছাতে, মায়ের আত্মত্যাগই হয় আমাদের অনন্ত অনুপ্রেরণা।
মা দিবস কেবল একটি দিন নয়, এটি আমাদের সেই অনুভবকে প্রকাশ করার একটি উপলক্ষ, যা আমরা প্রতিদিন মনের ভেতর লালন করি।
এই দিনে আমরা কৃতজ্ঞতা জানাই সেই মানুষটিকে, যিনি আমাদের নিঃশর্তভাবে ভালোবাসেন, যিনি বিনা প্রতিদানে দিয়ে যান তাঁর সমস্ত কিছু।
শুভ মা দিবস!
মায়ের প্রতি ভালোবাসা হোক প্রতিটি দিনের শুরুর কথা,
আর তাঁর হাসি হোক আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার।