৩৫
মজলুমের আর্তনাদ
মায়া পারভীন
১১-৪-২০২৫
কৃপাময় , শোনো ওগো মজলুমের আর্তনাদ,
গাজাবাসীর জীবন যে আজ হয়েছে বরবাদ।
রহম করো রহমতের মালিক,আর সহেনা নিপীড়ন
জালিমের হাতে বন্দি আজ,ফিলিস্তিনের মুসলমান।
আকাশ বাতাস ভারি আজ বিষাদে আহাজারি,
জালিমের জুলুমে খন্ডিত আজ গাজায় মহামারী।
নির্বিচারে পুড়ে ভস্ম নিরুপায় তোমার শ্রেষ্ঠ জীব,
মুখ বুজে আর সহ্য কত , তোমার অপেক্ষায় নির্জীব।
জালিমের হাতে মজলুমের , এ কী দুর্বিষহ জীবন!
কুণ্ঠিত নয় হায়নার দল আকাশে বাতাসে শুধু ক্রন্দন।
যুগে যুগে কত জালিম জুলুম -অন্যায় নির্বিচারে,
রেহাই পায়নি ফেরাউন নমরুদ , তোমার নির্ভুল বিচারে।
তুমি সকল সৃষ্টির স্রষ্টা, তুমি আদি তুমিই মূল,
মিলন কর সকল জাতির,ভেঙ্গে দাও সব ভুল।
তোমার ইশারায় পাতা ঝরে, তোমার ইশারায় শ্বাস,
তোমার ইশারায় বন্ধ করো জালিমের ঐ গ্রাস।
তোমার ইশারায় সূর্য উঠে,তোমার ইশারায় রাত্রি,
তোমার ইশারায় যেতে হবে মোদের, ছেড়ে এই ধরিত্রী।
মনে প্রাণে বিশ্বাস করি তোমার কোরআন-হাদিস,
তুমি মোদের সৃষ্টিকর্তা দেখাও মোদের নাফিস।
তোমার দুয়ারে তুলেছি দু’হাত,কবুল কর খালিক,
অনাচারে জীবন কোনো, না হয় বিনাশ মালিক।
তুমি রহিম, তুমি রহমান, তুমিই মোদের দয়ার নীহার,
জালিমের মনে দান করো মায়া, না হয় আর সীমার।
গাজাবাসীর জীবনে আজ মৃত্যুপুরীর অন্ধকার।
ইলাহ মোদের, দেখিয়ে দাও তোমার কুদরতের ভান্ডার।
অনিষ্ট থেকে উদ্ধার কর দেখাও তোমার কারিশমা,
কায়মনে ডাকি তোমায়, চাই যে তোমার মহিমা।