ভেজা কাগজে লিখেছি ভালোবাসা। কবিতা। তৌহিদ হাসান

কবিতা

by protibimbo
০ মন্তব্য ২২ বার পড়া হয়েছে

হে প্রিয়তম
আড়াল…

আজকের চিঠিটা ঠিক তোমার জন্মদিনের মতো—
একলা, নিরব, অপেক্ষার ভিতরে মোড়ানো।

জানো?
আজ সারাদিন বৃষ্টি হচ্ছিল।
একবার মনে হলো—
এই যে আকাশটাও কাঁদে,
এও কি আমার মতোই তোমায় ভালোবেসে বসেছে?

চিঠির কাগজটা ভিজে গেছে,
তবুও লেখা থামাইনি।
ভালোবাসা কি কখনো থামে?
ভিজে যায়, জড়ো হয়,
তবুও ঢেউ তোলে।

banner

তোমার না থাকাটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ অসুখ।
আর এই ভিজে চিঠিটা—
আমার ওষুধ নয়,
শুধু প্রমাণ—
আমি আজও তোমায় ভালোবাসি।

ভালোবাসার কালি দিয়ে লিখেছি,
যদি কাগজ শুকায়, কথা না শুকায়।

– গল্পকার
বই~ প্রেসক্রিপশনে লেখা ছিল:
তুমি“আমার অসুখ”’

তৌহিদ হাসান (গল্পকার)

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs