ভালোবাসা রবে
নাসিমা আক্তার
চোখের কোণে মেঘ জমেছে
আকাশেতো নয়,
এক পসলা বৃষ্টি ঝরিলে
ভালোবাসা হয়
কিসের তরে এতো মান
অভিমানে মুখটি তোমার রাঙ্গা,
ইচ্ছে হলেই সব কিছু ছুড়ে ফেলে
ভালোবাসা যায় কি ভাঙা।
ভালোবাসা রবে জনম জনম
সেকি তোমরা বুঝ না,
উপরের ডাকে চলে গেলে
তখন খুঁজে পাবে না।
সুখে দুঃখে সহনশীল হয়ে
ভালোবাসা যতন করে রেখো,
তবেই তোমরা সুখী হবে
আখি মেলে দেখো।
সৃষ্টিকর্তাকে ভালোবাসলে
সকলে জান্নাত পাবে
শয়তানের ধোকার পরে যারা
একাল ওকাল সবই হারাবে।