বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে…

অর্থনীতি

by protibimbo
০ মন্তব্য ৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী এটি ২৬.৮ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনের শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলারে।

এর আগে ৭ সেপ্টেম্বর দেড় বিলিয়ন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধের কারণে রিজার্ভ কমে ৩০.৩০ বিলিয়ন ডলারে নেমেছিল। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে নিট বা প্রকৃত রিজার্ভ পাওয়া যায়।

এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্য হিসাব ব্যয়যোগ্য রিজার্ভ থাকে, যা আইএমএফের এসডিআর খাতের ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং এবং ঋণ বাদ দিয়ে গণনা করা হয়।

banner

সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (NIR) বা ব্যয়যোগ্য রিজার্ভ বর্তমানে ২১ বিলিয়ন ডলার। এটি মাসিক প্রায় ৫.৫ বিলিয়ন ডলার খরচ করে প্রায় চার মাসের আমদানি ব্যয় সামলাতে সক্ষম। সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকা জরুরি।

রিজার্ভের ইতিহাসে দেখা যায়, ২০২১ সালের আগস্টে এটি সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে করোনা-পরবর্তী সময়ে আমদানি ব্যয় বৃদ্ধি, অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপে রিজার্ভ হ্রাস পায়।

চলতি হিসাবের ঘাটতি ও ডলারের বিপরীতে টাকার অবনমনের ফলে জ্বালানি ও আমদানি খরচ বেড়ে যায়। সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি শুরু করে। পরে ২০২২ সালের জুলাইয়ে রিজার্ভ বাড়াতে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলারের ঋণ সহায়তার আবেদন করে বাংলাদেশ।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs