বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবীতে প্রকৌশল অধিকার আন্দোলনের বিক্ষোভ সমাবেশ
জয়নাল অবদীন ॥ নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগসহ তিন দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রকৌশল অধিকার আন্দোলন। রবিবার দুপুরে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে প্রধান ফটকের সামনে বক্তব্য রাখেন, প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠক ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান,আরাফাত হোসেন, সাদিয়া ইসলাম সহঅন্যরা।
এ সময় বক্তারা বলেন, প্রথমত নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমান ভাবে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এতে চাকুরীর আবেদন প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী। কোন প্রকার কোটা বা সমমান পদ তৈরী করে পদোন্নতির সুযোগ দেয়া যাবে না। দ্বিতীয়ত দশম গ্রেডে উপ-সহকারীপ্রকৌশলীবাসমমান পদে ডিপ্লোমা ডিগ্রীধারীদের জন্য বরাদ্দকৃত শতভাগ কোটা বাতিল করতে বে। এ পদে নূন্যতম যোগ্যতাডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে। তবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসিবা এমএসসি করা চাকুরী প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবে। তৃতীয়ত বিএসসিই ঞ্জিনিয়ার ছাড়া নামের আগেই ঞ্জিনিয়ার পদবী ব্যবহার করা যাবে না। কেউ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, চব্বিশের বিপ্লব পরবর্তী এখনও কোটা ও বৈষম্য রয়ে গেছে। তাই প্রকৌশল খাতকে সংস্কার করতে হবে। তিন দফা দাবীতে মেনে না নিলে দেশের সর্বস্তরের রবিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলাহবে।শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরুপ আগামী তিনদিন ক্লাসবর্জনের ঘোষণা দিয়েছে।