বিশ্ববাংলা সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক পরিষদ-এর ঢাকা শাখার মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত।
১৫ অক্টোবর ২০২৫ দুপুর দুইটায় ঢাকার তেজকুনিপাড়া, তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয় বিশ্ববাংলা সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক পরিষদ-এর মাসিক সাহিত্য আসর। দুপুরের খাবার পরিবেশনের পরেই শুরু হয় মূল পর্ব।
এতে উপস্থিত ছিলেন: “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” গানের রচয়িতা, গীতিকার মনিরুজ্জামান মনির।
আরো ছিলেন: কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, এই রকম অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার শামসুল আলম, অ্যাডভোকেট হাছিব চৌধুরী, অ্যাডভোকেট শিল্পী রেহানা বেগম, কবি কাওসার জাহান লিপি, কবি রিমি কবিতা, কবি তন্ময় হারিস (সাবেক সচিব), কবি ও প্রকাশক আবুল খায়ের, গীতিকার সামান্তা আলম, গীতিকার মীর লিয়াকত আলী, সাংবাদিক সায়েক, কবি শিব্বির আহমেদ।
কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরী মনি-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে আসর শুরু হয় এবং সবাই স্বরচিত কবিতা পাঠ করেন, অ্যাডভোকেট রেহানা কীবোর্ড বাজিয়ে গানে সুরের মূর্ছনায় বাড়তি আনন্দময় পরিবেশ প্রদান করেছে।
বিশ্ববাংলা সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক পরিষদ-এর প্রতিষ্ঠাতা/সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন এবং আগামীতে আরো অনুষ্ঠান আয়োজনের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন: কবি, সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের (স্বত্বাধিকারী, প্রতিবিম্ব প্রকাশ)।