বিজ্ঞানে বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী রেজাউর রহমান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২৪ ঘোষণা করা হয়েছে। মোট ১০ জন পাচ্ছেন এ পুরস্কার। বিজ্ঞানে পুরস্কার পাচ্ছেন আণবিক বিজ্ঞানী রেজাউর রহমান। আজ ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।
রেজাউর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৩৫ বছর গবেষণা করেছেন। কীটতত্ত্বে পিএইচডি করেছেন চেক একাডেমি অব সায়েন্সেস থেকে। একসময় খণ্ডকালীন অধ্যাপক হিসেবে পড়িয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন বিজ্ঞানবিষয়ক পাঠ্যবইসহ বেশ কিছু জনপ্রিয় ধারার বই। ৮০ বছরের বেশি বয়সী এই আণবিক বিজ্ঞানী বর্তমানে অবসর জীবনযাপন করছেন।
যতটা চোখে দেখা যায়, জীবনটা তার চেয়েও বড় —রেজাউর রহমান, আণবিক বিজ্ঞানী
২৫ মে ২০২৪
যতটা চোখে দেখা যায়, জীবনটা তার চেয়েও বড় —রেজাউর রহমান, আণবিক বিজ্ঞানী
১৯৭৫ সালে তিনি পড়াশোনা করতে যান চেক একাডেমি অব সায়েন্সেসে। সেখানে তিনি রেডিয়েশন বায়োলজি বিভাগে যোগ দেন। গবেষণা করেন ‘রেডিয়েশন এফেক্টস অন ইনসেক্টস’ নিয়ে। ১৯৭৯ সালে পিএইচডি সম্পন্ন করে দেশে ফিরে আসেন। ফলের মাছি পারসুয়েশন অব ফ্রুট ফ্লাই (বৈজ্ঞানিক নাম Ceratitis capitata) নিয়ে মৌলিক গবেষণা শুরু করেন। সেখান থেকে গবেষণার কাজে ভিয়েনা, যুক্তরাষ্ট্র ঘুরে আবার দেশে ফিরে আসেন। ফ্রুট ফ্লাইয়ের ওপর শিক্ষার্থীদের পিএইচডি করান। তারপর থেকে টানা ৩৫ বছর গবেষণা করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
২০২৪ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত আরও ৯ জন হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।