বিচার চাই বিচার
মো. শফিউল্লাহ মিয়া ভাই
মাটি খুঁড়ে দেখো ঐ কবর গুলোতে চব্বিশের
জুলাইয়ের শহীদদের আত্মা করছে হাহাকার।
তোমরা এখনও রয়েছো কেন নির্বিকার?
কেন দ্রুত হচ্ছে না জুলাইয়ের হত্যার বিচার?
জাতির বিবেকের কাছে প্রশ্ন,কবে হবে বিচার?
আর কত প্রাণ দিলে,কত হলে নির্যাতনের শিকার?
ছেলেহারা পিতা-মাতা,স্বামী হারা স্ত্রী পাবে সুবিচার?
তারা তো বেশি কিছু চাইনি চেয়েছে ন্যায্য অধিকার।
মানুষ জানতে চায় কবে হবে স্বৈরাচারের বিচার।
প্রশ্ন,দেরি কেন দ্রুত বিচার শুরু হয় না?
মনে রেখ,বিচারহীনতার বাড়বে অনাচার।
যত হোক তাল বাহানা বাংলার মানুষ মেনে নেবে না।
জুলাইয়ের শহীদদের রক্ত বৃথা যাবে না,
বাংলার মানুষকে দাবিয়ে রাখা যাবে না।
বাংলার মাটিতে স্বৈরাচারীর হবে বিচার,
শহীদদের এ মাটিতে বরদাস্ত হবেনা অনাচার।
ফ্যাসিবাদীকে যে বা যারা দিবে আশ্রয় প্রশ্রয়,
জনগণের আদালতে তাদের বিচার হবে নিশ্চয়।
এখনও উৎপেতে আছে স্বৈরাচারীর পেতাত্মা দোসর,
ভারতের মাটিতে স্বৈরাচারের বসেছে মজমা আসর।