বাল্যবিবাহ রোধে অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে
বাল্যবিবাহ বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জে এর হার সবচেয়ে বেশি। বিশেষ করে গ্রামের মেয়েরাই বাল্যবিবাহের শিকার হচ্ছে বেশি। বাল্যবিবাহ রোধে প্রয়োজন জনসচেতনতা। অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে এবং বাল্যবিবাহের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। জনসচেতনতা বৃদ্ধির জন্যই বন্ধুসভার এ আয়োজন।
১৪ জানুয়ারি রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে ‘বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শিরোনামে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এটির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।
সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিষয় ছিল বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও সামাজিক জীবনে এর প্রভাব। শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, শাহানাজ পারভীন ও চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা সভাপতি আরাফাত মিলেনিয়াম।
রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ‘বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শিরোনামে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ‘বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’ শিরোনামে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভাছবি: বন্ধুসভা
আরাফাত মিলেনিয়াম বলেন, বন্ধুসভা যেকোনো ভালো কাজের সঙ্গেই থাকে। তেমনই ভালো কাজের একটি বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি। বাল্যবিবাহের পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধেও জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছেন বন্ধুরা। গত বছরের ১৯ নভেম্বর থেকে চলমান এই কর্মসূচির মধ্যে শহর এবং গ্রামপর্যায়ের চারটি বিদ্যালয়ে আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, নাটিকা প্রদর্শন, গম্ভীরা প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও পৌর এলাকার একটি স্থানে এবং তিনটি ইউনিয়নের চারটি গ্রামে পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এমন ভালো কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ফাতিমা খাতুনসহ অন্যান্যরা।
সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা।