বাবা দিবসে কবি সুরমা খন্দকার-এর কবিতা: বাবা নেই বলে কি বাবা হারিয়ে যায়

কবিতা

by protibimbo
০ মন্তব্য ৬৮ বার পড়া হয়েছে

বাবা নেই বলে কি বাবা হারিয়ে যায়
সুরমা খন্দকার

বাবা নেই বলে কি
বাবা হারিয়ে যায়?
প্রতিটি নিঃশ্বাসে আজও থাকে —
নিদ্রা, অনিদ্রার ছায়া-মায়া ছায়ায়।

এ এক সুবিন্যস্ত মায়া,
যেন আমার পায়ের শব্দে
তোমার হাঁটার ছায়া।

ছায়া ছিলে তুমি —
আশ্রয় অযুত, নিযুত, শত…
হৃদয়ে তার চেয়ে ঢের ভালোবাসা,
যা শব্দে বলিনি যত।

banner

তুমি নেই বলে
আজ আশ্বাসটা বড় বেশি ফাঁকা,
তোমার হাসিতে ছিল
আমার আশ্বাস-ভরসা মাখা।

তুমি ছিলে শক্ত এক দেয়াল,
আমি ছিলাম ঝড়ের পাখা,
তোমার ছায়াহীন আজ আমি
ভীষণ, ভীষণ একা।

আজ বাবা দিবস —
তুমি নেই,
তবু তুমি আছো
হৃদয়ের প্রতিটি কোণে।
বেঁচে থাকবে তুমি
জীবনের শেষ বিকেল,
কারণ তুমি ভাবতে আমায়
সবচেয়ে স্পেশাল।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs