৪৩
পাতার সংবিধান
রেজাউদ্দিন স্টালিন
কাকে নববর্ষ বলে বাংলা
নাকি ইংরেজি,
বাংলা ভুলে আমরা এখন
হয়ে গেছি বেংরেজি।
হালখাতা নেই পায়েস লুচির
গল্প যেন ইতিহাস,
বার্গারে দেশ ছেয়ে গেছে
পাকান পুলির হাহুতাশ।
নিজের ভাষা ভাল্লাগে না
ভিন্ন ভাষার দাসত্ব,
বলতে হবে কবিকে আজ
সাহস করে, যা সত্য।
মোল্লা পুরুত পাদ্রীরা সব
তোতা পাখির পাঠশালায়
একই বয়ান দিচ্ছে, নিরব
ধার্মিকেরা কারবালায়।
দেশ বাঁচে না অন্ধ হলে
প্রলয় ঠিকই ভাঙবে ঘর,
কেউ পাবে না মুক্তি যারা
দেশদ্রোহী ধুরন্ধর।
নববর্ষ আসবে আসুক
সবুজ পাতার সংবিধান,
সুসংবাদের আশায় আছি
উঠবে গোলায় বিশাল ধান।