ফাগুনের ভালোবাসা। কবিতা। জান্নাতুল ফেরদৌসী
ফাগুনের ভালোবাসা
জান্নাতুল ফেরদৌসী
বসন্ত এলো, হাওয়া বয়,
গাছে গাছে ফুলের বই।
পাখিরা সব নাচতে থাকে,
হাসে রোদ্দুর চকচকে।
গোলাপ রাঙা, কুসুম হাসে,
মৌমাছিরা গুঞ্জন ভাসে।
হলুদ শাড়ি, রঙিন দিন,
বসন্তে যে মিষ্টির ছিন!
ফাগুন এলেই পাখি বলে,
“নাচবো আমি ডালে ডালে!”
কোকিল ডাকে, “কুহু কুহু!”
প্রজাপতি “উড়বো বহু!”
তারপর এলো প্রেমের ক্ষণ,
ভালোবাসার আলো মন।
ভ্যালেন্টাইনে খুশির হাট,
চকলেট নিয়ে দেখি মাত।
বাবা বলে, “ভালোবাসো!”
মা বলে, “মিষ্টি হাসো!”
ভাই-বোন সব একসাথে,
বন্ধুত্বের রঙিন পথে।
পহেলা ফাল্গুন, প্রেমের দিন,
হাসির দেশে রইলো ঋণ।
ফুল, প্রজাপতি, পাখির গান,
ভালোবাসা রইলো প্রাণ!
ফাগুন এলো রঙিন ডালে,
তোমার চোখে আগুন জ্বালে।
দোলায় দখিন বাতাস ছুঁয়ে,
গানে গানে স্বপন বুনে।
পলাশ বলে, “এসো কাছে,
হৃদয় পুড়ে রঙের মাঝে!”
শিমুল ডাকে নরম সুরে,
“ভালোবাসো মনের তোরে?”
তোমার ছোঁয়ায় কাঁপন জাগে,
ফাল্গুন রাতে ফুলের বাগে।
স্মৃতির বাঁকে গন্ধ মাখা,
তোমার কথার রঙিন রেখা।
বকুল ফোটে, কোকিল ডাকে,
ভালোবাসার পঙ্ক্তি বাঁকে।
তোমার স্পর্শ রঙিন শিখায়,
মন ভাসে ঐ জোৎস্না-নদায়।
ফাগুন রাতে আগুন দহনে,
তোমার ছোঁয়ায় প্রাণ উড়নে।
ফুলের মধু, হাসির ধ্বনি,
ভালোবাসার জাগরণী।
তুমি আমার ফাগুন সাথী,
হৃদয়জুড়ে সুরের ব্যথী।
রঙিন চোখে স্বপ্ন বুনে,
ভালোবাসার আগুন ছুঁয়ে।
ফাগুন আসে, ফাগুন যায়,
তোমার মায়া রয়েই রয়।
হৃদয় জুড়ে আগুন জ্বালে,
তুমি আছো রঙের খেয়ালে।