প্রবাসী চীনাদের প্রতি চন্দ্র নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন:প্রেসিডেন্ট সি

আন্তর্জাতিক

by protibimbo
০ মন্তব্য ৮৪ বার পড়া হয়েছে

প্রবাসী চীনাদের প্রতি চন্দ্র নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন:প্রেসিডেন্ট সি

চীনা জাতির ঐতিহ্যবাহী উৎসব বসন্ত উৎসবের আগে, চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং লিয়াওনিং প্রদেশে গিয়ে তৃণমূল পর্যায়ের ক্যাডার ও জনগণের সঙ্গে দেখা করেছেন এবং দেশের সব জাতির মানুষ, হংকং, ম্যাকাও ও তাইওয়ানবাসী এবং প্রবাসী চীনাদের প্রতি চন্দ্র নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

২২ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সি চিন পিং হুলুতাও, সেনইয়াং, পেনসিসহ একাধিক স্থানে গিয়েছেন। তিনি গ্রাম, বাজার, আবাসিক এলাকা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এবং তৃণমূল ক্যাডার ও জনগণকে সিপিসি কেন্দ্রীয় কমিটির যত্ন ও শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন।

২২ জানুয়ারি বিকালে, সি চিন পিং হুলুতাওয়ের চু চিয়া কৌ গ্রামে যান। গত বছরের অগাস্টে সেখানে গুরুতর বন্যা হয়েছিল। শীতকাল আসার আগে, গ্রামের ৪১টি পরিবারের সবাই পুনর্নির্মিত নতুন বাসায় স্থানান্তর হয়েছে। সি চিন পিং এসব তথ্য ও পরিস্থিতি খোঁজখবর নিয়েছেন এবং স্থানীয় ক্যাডারদের গুরুত্ব দিয়ে বলেছেন যে, জনগণের উৎপাদন ও জীবনের জন্য সুষ্ঠুভাবে ব্যবস্থা নিতে হবে। যাতে সবাই উষ্ণভাবে শীতকাল কাটাতে পারে।

banner

গ্রামবাসী ওয়াং পাও ওয়েইকে সি চিন পিং বলেন, আপনাদের আশা হচ্ছে আমাদের আশা, সিপিসি ও সরকার চিরকাল জনগণের শক্তিশালী আস্থা।

তিনি সব গ্রামবাসীদের বলেন, গত বছর এই স্থানসহ দেশের কিছু অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। ‘জনগণকে শীর্ষ স্থানে রাখা’ নীতির আলোকে, সিপিসি সবাইকে নেতৃত্ব দিয়ে দুর্যোগ মোকাবিলা করেছে। বসন্ত উৎসব আসার আগে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি দুর্যোগ প্রভাবিত জনগণ ও পরবর্তী নির্মাণকাজকারী সংশ্লিষ্টদেরকে চন্দ্র নববর্ষের শুভেচ্ছা জানাই।

২৩ জানুয়ারি সকালে সি চিন পিং সেনইয়াংয়ের একটি খাবারের শপিং মলে গিয়ে একাধিক দোকানে যান, দোকানের মালিক ও গ্রাহকদের সাথে কথা বলেন এবং বসন্ত উৎসবে বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি সবাইকে বলেছেন, শাকসবজি, ভাত, ফল-সহ খাদ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে জনজীবনের বড় ব্যাপার। বসন্ত উৎসবে সবার সুষ্ঠু ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হবে।

এরপর তিনি একটি আবাসিক কমিউনিটিতে যান। সরকারের উদ্যোগে, চীনে অনেক বয়স্ক আবাসিক কমিউনিটি উন্নত করা হচ্ছে। এ কমিউনিটি তার মধ্যে একটি। উন্নয়ন প্রকল্পের পর, আবাসিক কমিউনিটির পরিবেশ অনেক উন্নত হয়েছে এবং সব খাতের সেবা নিশ্চিত করা হয়েছে। এ খবর শুনে তিনি ইতিবাচক মন্তব্য করেছেন।
তিনি আবাসিক কমিউনিটি সেবা কেন্দ্রেও যান। সেখানে বাসিন্দাদের কিছু সাংস্কৃতিক কার্যক্রম দেখার পর তিনি তাদেরকে চীনা জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি আরও সুষ্ঠুভাবে লালন এবং এগিয়ে নেওয়ার জন্য উৎসাহিত করেছেন।

২৩ জানুয়ারি বিকালে, সি চিন পিং পেনসিতে অবস্থিত একটি কোল্ড রোলিং মিল প্ল্যান্ট পরিদর্শন করেন। সেখানে তিনি কারখানার প্রযুক্তি উদ্ভাবন, পণ্যের বৈশিষ্ট্যসহ নানা বিষয়ের খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, উৎপাদন শিল্পের উচ্চ মান, স্মার্ট ও সবুজ বজায় রাখতে হবে।

২৪ জানুয়ারি সকালে, সি চিন পিং লিয়াওনিং প্রাদেশিক পার্টি কমিটি এবং প্রাদেশিক সরকারের কর্ম প্রতিবেদন শোনেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs