গতকাল ২১ সেপ্টেম্বর ভিআইপি লাউঞ্জ, ধানমণ্ডি ক্লাব লিমিটেড-এ অনুষ্ঠিত প্রসঙ্গ নজরুল-সঙ্গীত আয়োজিত নজরুল স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত নজরুল গবেষক কবি মজিদ মাহমুদ ও বিশিষ্ট শিল্পী ড. প্রিয়াংকা গোপ। স্বাগত জানান শিল্পী পারভীন সুলতানা এবং শিল্পী নাহীদ মোমেন। প্রনস পরিবারের পক্ষ থেকে তাঁকে ফুল, উত্তরীয় এবং শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। শিল্পী প্রিয়াংকা গোপ তিনটি নজরুল-সঙ্গীত পরিবেশন করেন : কেন আসিলে ভালোবাসিলে, আমার কোন কূলে আজ ভীড়লো তরী এবং চম্পা পারুল যূথী টগর চামেলা। তাঁর ধ্যানমগ্ন পরিবেশনা, থ্রোয়িং এবং মিহি কারুকাজ সকলকে মুগ্ধ করেছে। তাঁর পরিবেশনা শেষে করিম হাসান এবং মজিদ মাহমুদ তুলে দেন ‘উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ’ এবং ‘তুমি শুনিতে চেয়ো না।’
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ড, প্রিয়াংকা গোপ, রেবেকা সুলতানা, করিম হাসান খান, পারভীন সুলতানা,শহীদ কবির পলাশ, নাদিয়া আরেফিন শাওন, মহুয়া বাবর, নাহীদ মোমেন, ফেরদৌসী রহমান চন্দন, গুলজার হোসেন উজ্জ্বল প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন শিল্পী মাহমুদুল হাসান।