প্রতিবিম্ব প্রকাশ ও প্রতিবিম্ব সাহিত্য পরিবার আয়োজিত ইফতার আয়োজন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ১১১ বার পড়া হয়েছে

গতকাল ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, বিকেল ৪টায় উত্তরার “ক্যাফে এঞ্জেল ড্রপ” রেস্ট্রুরেন্টে, ইফতার আয়োজন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত।

সভাপতিত্ব করেন: সাবেক রাষ্ট্রদূত প্রকৌশলী কবি নূরুল কাইয়ূম ফারুক।

প্রধান অতিথি ছিলেন: জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এএইচএম মোস্তাফিজুর রহমান।

প্রধান আলোচক ছিলেন: সাবেক আইন মন্ত্রণালয়ের সচিব লেখক ডি এম সরকার।

banner

উদ্বোধক ছিলেন: কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন : কবি ডক্টর আবু রায়হান (প্রকৌশলী), কবি অ্যাডভোকেট শিমুল পারভীন, কবি ও কলামিস্ট ফারজানা ইসলাম, কবি ও গল্পকার সুরমা খন্দকার, ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক কবি আশরাফুল ইসলাম, কবি ও সাংবাদিক আতিকুল ইসলাম, আনিসুর রহমান, শিল্পপতি কামাল চৌধুরী, পেশাজীবী নেতা মোঃ ইয়াসির মোজাম্মেল ঝলক।

কবিতা পাঠ করেন: কবি ও গল্পকার শিরীনা ইয়াসমিন, কবি অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান শাওন, কবি রহিমা আক্তার রিমা।

আলোচনায় বক্তাগণ উক্ত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন, আগামীতে আরো অনুষ্ঠানের প্রত্যাশা করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন: প্রতিবিম্ব প্রকাশ -এর কর্ণধার কবি ও কলামিস্ট আবুল খায়ের।
উক্ত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কবি, লেখক ও গুণীজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs