পুরনো ভিডিও ভাইরাল, জানা গেল দেব-শুভশ্রীর সম্পর্ক ভাঙার কারণ!
এতদিন অজানাই ছিল টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির প্রেম ভাঙার কারণ। তবে সে অজানা ও আড়ালে থাকা কারণ এবার প্রকাশ্যে আনলো অন্তর্জালে ভাইরাল হওয়া পুরনো একটি ভিডিও।
ভাইরাল হওয়া সে ভিডিওটি অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। ভিডিওতে দেখা যায়, পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলছেন,
আমি দীর্ঘদিন ধরে একজনের সঙ্গে সম্পর্কে জড়িত। অনেকেই মনে করেন এ সম্পর্ক ২০১৭ সাল থেকে। কিন্তু সেটা সত্যি নয়। তার অনেক আগে, ৫ বছর আগে আমি তার সঙ্গে সম্পর্কে জড়িত।
রুক্মিণী মৈত্র আরও বলেন,
আমি তখন মডেলিং চিন্তা করছি। তখন দেব আমায় বলতো তুমি ছবি করো। কিন্তু আমি তাকে বলতাম, না আমি ছবি করবো না।