বইমেলার শেষ দিনে পাঠ উন্মোচন করা হলো কবি ও কলামিস্ট ফারজানা ইসলাম’র `পনেরো বছরের দমনপীড়ন, জনগণের কান্না’ শীর্ষক গবেষণা গ্রন্থের।
এতে উপস্থিত ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শিরীনা ইয়াসমিন, লেখক ফারজানা ইসলাম, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, কবি শাহিন রেজা, অ্যাডভোকেট শিমুল পারভীন, কবি শেখ মনিরুজ্জামান (শাওন), কবি ও কলামিস্ট আবুল খায়ের, ড. তাসকিনসহ আরো অনেকে।
বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত নির্বাচিত লেখাগুলো বইটিতে স্থান পেয়েছে। বইটি রকমারিসহ সকল অভিজাত বই বিপণিতে পাওয়া যাবে।
বিনিময় মূল্য: ৪০০ টাকা (২৫% কমিশনে ৩০০ টাকা)
প্রয়োজনে: ০১৭১৫৩৬৩০৭৯
প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ, উত্তরা, ঢাকা।
প্রচ্ছদ: আল নোমান।