ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন জোট সরকারকে পশ্চিম তীর দখল বা সেখানে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ সংক্রান্ত দুটি বিল অগ্রসর না করার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ আসে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমালোচনার পর, যা ইসরায়েলি সরকারের ওপর স্পষ্ট কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে।
স্থানীয় দৈনিক ইদিয়োথ আহরোনোথ-এর বরাতে সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ালিশন চেয়ারম্যান অফির ক্যাটজ বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাকে নির্দেশ দিয়েছেন, আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব বা বিল পার্লামেন্ট বা নেসেটে অনুমোদনের জন্য এগিয়ে নেয়া যাবে না।’
উল্লেখ্য, বিল দুটি ইতিমধ্যেই নেসেটে প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছিল। তবে মার্কিন প্রশাসন বিষয়টিকে ‘উত্তেজনাপূর্ণ ও উসকানিমূলক উদ্যোগ’ আখ্যা দেয়ার পর নেতানিয়াহুর সরকার পিছু হটে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স নেসেটের ওই ভোটকে একটি অবিবেচক রাজনৈতিক স্টান্ট’ বলে আখ্যা দিয়েছেন। হোয়াইট হাউসও এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীর দখল নিয়ে যেকোনো পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।
এর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন-‘আমার প্রশাসনের সময়ে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেয়া হবে না।’
